কিসে সমস্য৷?

আমার প্রথম চাকরিতে বছরখানেক হয়ে গেছে। আমাদের টিম লীড ইংরাজীতে খুব কাঁচা না হলেও অনিচ্ছা বসত কিছু কিছু ভূল বলত। যথা - ফ্য৷য়সল বলে আমাদের টীমে একটি মাত্র ছেলে ছিল, বাকি আমরা পাঁচজন মেয়ে। অরিজীত দা ফ্য৷য়সল কে খুঁজে না পেলেই বলত,
"ফ্য৷সল কোথায়, ওয়্য৷র ইজ্ শী?"
আমরা এটা প্র৷য় প্রত্যহ শুনে শুনে বোর হয়ে গেছিলাম। আগে কখনও বিরক্ত হয়ে আমাদের মধ্যে কেউ কেউ অরিজীত দা কে শুধরে দিতাম, পরের দিকে আর সেটাও করতাম না।

একদিন দুপুর নাগাদ আমাদের খুব কাজের চাপ চলছে, কারুর কীবোর্ড থেকে মাথা তোলার অবকাশ নেই, এমন সময় ফ্য৷য়সল অনুপস্থিত এবং অরিজীত দা'র সেই এক উক্তি।
আমি কাজ করতে করতে, অন্যমনষ্ক ভাবে অরিজীত দ৷'র উদ্দে‌শ্যে একটা কথা বললাম। পরক্ষণেই একটা ধপ্ আওয়াজ হয়াতে পাশে তাকিয়ে দেখি, দেবোনীলা চেয়ার থেকে মাটিতে পড়ে গেছে এবং পেট চেপে ধরে খিল্ খিল্ করে হাসছে। অরিজীত দা দেখলাম মুখ লাল, ঘাড় নীচু ও মাথা নাড়তে নাড়তে চেয়ার ছেড়ে উঠে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর বাকি সবাই ভীষণ কষ্টে হাসি চেপে আমার দিকে তাকিয়ে আছে।
অরিজীত দা'র ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমরা কেউই আর হাসি ধরে রাখতে পারিনি।

আমি খুব বিরক্তি সহকারে, তবে অন্যমনষ্ক ভাবে সেদিন সবার সামনে বলে ফেলেছিলাম,
"উফ্ অরিজীত দা, তোমার না, "হিশী" তে সমস্য৷ আছে"।

0 comments: