Jatishwar lyrics - Suman Chattopadhyay

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর
গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর
ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া।
কাল-কেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি
বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি
ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই শবদেহ নিয়ে
আগেও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে।

জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে
মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে
বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে
কখনো গাঙর কখনো কোপাই কপোতাক্ষর গানে।
গাঙর হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি
কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি
স্বরলিপি আমি আগেও লিখিনি এখনও লিখিনা তাই
মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই।

তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে
তথাগত তার নিঃসঙ্গতা দিলেন অস্তরাগে
তারই করুনায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা
আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা।

নতজানু হয়ে ছিলাম তখন এখনো যেমন আছি
মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি
ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই
বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।
আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার
আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার
দুঃখ পেয়েছ যতবার জেনো আমায় পেয়েছো তুমি
আমি তোমার পুরুষ আমি তোমার জন্মভূমি।

যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা
কতো সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা
বার বার আসি আমরা দুজন বার বার ফিরে যাই
আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই।

Rahu Mahadasha

I must tell you at the start that I'm not an astrologer, therefore cannot assist you with any technical questions.
I choose to write about this as i have myself gone through this difficult phase and would be happy to ease the pain of others who are now under the scanner of Rahu.

18 years is no joke, but always remember, no matter how difficult or painful it gets,  Rahu will only take you to the edge of the cliff, give you a push and when you are almost certain of the inevitable, he will immediately pull you back to safety.

What to expect:

1) Lack of light around, no matter how many sources of light you may have in the house.
2) Insects and pests increase in the house.
3) Frequently malfunctioning pipes, leakage.
4) Being dishonoured by lowly people or people from a very low lineage.
5) Theft or loss of valuables.
6) Break in education or career.
7) Unrest and lack of mental peace.
8) Family discord.
9) Travel and stay abroad.
10) Higher studies.

Your good relationship with your father or a father figure is extremely crucial for a smoother Rahu period.

What to completely avoid:

1) Crab meat.
2) Alcohol and cigarettes.
3) Disrespecting and hurting parents (because Guru Mahadasha that follows Rahu is all about how you have treated your parents. Parents are your greatest guru. How pious they are will also determine how your Guru Mahadasha will be).

What to do:

1) Plant trees.
2) Pray to Goddess Durga or Chandi regularly.
3) Meditate daily (it will be EXTREMELY difficult with the total absence of mental peace, but it is essential that you try).
4) Visit temples with peaceful surroundings where you can meditate.
5) Read "The Secret" by Rhonda Byrne. An extremely potent and powerful tool to see you through the mighty storms.
6) Practice positivity.
7) Don't expect people to make you happy, or don't wait for others to support you. Do that to yourself.
8) Spend most of your time around kids, pets or the elderly.
9) Refrain from discussing or thinking about traumatic incidents.
10) Take active part in solo artforms.
11) When nothing seems to work, fall asleep. It always helps.

Remind yourself everyday that the wonderful Guru Mahadasha is just round the corner. Hold on till then!

কিসে সমস্য৷?

আমার প্রথম চাকরিতে বছরখানেক হয়ে গেছে। আমাদের টিম লীড ইংরাজীতে খুব কাঁচা না হলেও অনিচ্ছা বসত কিছু কিছু ভূল বলত। যথা - ফ্য৷য়সল বলে আমাদের টীমে একটি মাত্র ছেলে ছিল, বাকি আমরা পাঁচজন মেয়ে। অরিজীত দা ফ্য৷য়সল কে খুঁজে না পেলেই বলত,
"ফ্য৷সল কোথায়, ওয়্য৷র ইজ্ শী?"
আমরা এটা প্র৷য় প্রত্যহ শুনে শুনে বোর হয়ে গেছিলাম। আগে কখনও বিরক্ত হয়ে আমাদের মধ্যে কেউ কেউ অরিজীত দা কে শুধরে দিতাম, পরের দিকে আর সেটাও করতাম না।

একদিন দুপুর নাগাদ আমাদের খুব কাজের চাপ চলছে, কারুর কীবোর্ড থেকে মাথা তোলার অবকাশ নেই, এমন সময় ফ্য৷য়সল অনুপস্থিত এবং অরিজীত দা'র সেই এক উক্তি।
আমি কাজ করতে করতে, অন্যমনষ্ক ভাবে অরিজীত দ৷'র উদ্দে‌শ্যে একটা কথা বললাম। পরক্ষণেই একটা ধপ্ আওয়াজ হয়াতে পাশে তাকিয়ে দেখি, দেবোনীলা চেয়ার থেকে মাটিতে পড়ে গেছে এবং পেট চেপে ধরে খিল্ খিল্ করে হাসছে। অরিজীত দা দেখলাম মুখ লাল, ঘাড় নীচু ও মাথা নাড়তে নাড়তে চেয়ার ছেড়ে উঠে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর বাকি সবাই ভীষণ কষ্টে হাসি চেপে আমার দিকে তাকিয়ে আছে।
অরিজীত দা'র ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমরা কেউই আর হাসি ধরে রাখতে পারিনি।

আমি খুব বিরক্তি সহকারে, তবে অন্যমনষ্ক ভাবে সেদিন সবার সামনে বলে ফেলেছিলাম,
"উফ্ অরিজীত দা, তোমার না, "হিশী" তে সমস্য৷ আছে"।

Remember, to remember

Have you noticed the randomness around recently, in Calcutta?
I went to Hyderabad last to last year, it was even worse.
Pedestrians are omnipresent, they cross roads as if they are going from one big room in their house to the next, totally ignoring vehicles or traffic signals. People drive depending on their horns, such that if anyone comes in front, they will be honked (read petrified or stunned), well, even if no one comes in the way, they will still keep bellowing horns declaring their presence. Walkways are absent or occupied.

People are eager to fight and snap at one another. Couped up with the burden of multiple frustrations.

From a distance it looks like a huge pile of dry grass, waiting to receive a tiny spark of fire or should i say, a dry parched patch of land awaiting the monsoon clouds.
Hoping for destruction or redemption. Easier to destroy, where one small spark would suffice but more difficult to save, where several monsoons would fall short.

Ours is a time where light will not come from an external source. We will not have a righteous leader or teacher, who the mass can follow and get redeemed. Ours is a time where we have to find the tiny spark of fire or that first drop of rain inside us. We really have to look within ourselves. He has sent us great leaders, teachers, preachers and have time and again showed us how it's done. Destroying the hopelessness and despair and rejuvenating the love and well being.

All we have to do is remember!